সংক্ষিপ্ত বর্ণনা
এই ওয়েবসাইটটি ব্লুচিজ দ্বারা পরিচালিত। সাইটের আদ্যপান্ত ‘আমরা’, ‘আমাদের’ শব্দগুলো দিয়ে ব্লুচিজকেই বোঝায়। উক্ত ওয়েবসাইটে উল্লিখিত সমস্ত শর্তাবলী, নীতি ও বিজ্ঞপ্তিসমূহ আপনি ও ব্যবহারকারীগণ গ্রহণ করেছেন- এই শর্তসাপেক্ষে ব্লুচিজ সরঞ্জামাদি ও পরিষেবাসহ সকল তথ্য প্রদান করে থাকে। আমাদের সাইট পরিদর্শন কিংবা আমাদের কাছ থেকে কিছু কিনে আপনি আমাদের পরিষেবাতে যুক্ত হন এবং হাইপারলিঙ্ক দ্বারা অভিগম্য অতিরিক্ত শর্তাবলীসহ নিম্নলিখিত শর্তাবলীতে আপনার সম্মতি জ্ঞাপন করেন। ব্রাউজার, বিক্রেতা, বণিক, গ্রাহক, এবং বিষয়বস্তু প্রদায়কসহ এই সাইটের সকল ব্যবহারকারীর জন্যই উল্লিখিত পরিষেবার শর্তসমূহ প্রযোজ্য। আমাদের ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যবহার করার আগে এখানে বিধৃত শর্তাবলী ভালো করে পড়ুন। সাইটের কোনো অংশ প্রবেশ বা ব্যবহারের মাধ্যমে এই পরিষেবার শর্তাবলীর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেন। এই চুক্তির সকল শর্তে সম্মতি ব্যতিরেকে আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ কিংবা কোনো পরিষেবা গ্রহণ করতে পারবেন না।
যদি এই পরিষেবার শর্তাবলী একটি প্রস্তাব হিসেবে বিবেচিত হয়, তবে গ্রাহ্যতা স্পষ্টতই পরিষেবার শর্তাদিতে সীমিত। বর্তমান বিপণিতে যোগকৃত নতুন কোনো বৈশিষ্ট্য বা সরঞ্জামগুলিও (কার্য সাধন পদ্ধতি) পরিষেবার শর্তাবলী অধীন বলে গণ্য হবে। পরিষেবার শর্তাবলীর আধুনিকতম সংস্করণটিও আপনি এই পৃষ্ঠায় যেকোনো সময় পর্যালোচনা করতে পারেন। এই শর্তাবলীর যেকোনো অংশ হালনাগাদ, পরিবর্তন কিংবা প্রতিস্থাপনের অধিকার আমরা সংরক্ষণ করি। পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে এই পৃষ্ঠাটি পরীক্ষা করা আপনার দায়িত্ব। পোস্ট সংক্রান্ত যেকোনো পরিবর্তনের পর ওয়েবসাইটে আপনার অব্যাহত প্রবেশ সেই পরিবর্তনের গ্রহণযোগ্যতার বৈধতা দান করে। আমাদের বিপণিটি সপিফাই ইনকর্পোরেটেড আয়োজিত। তারা আমাদেরকে যে অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম প্রদান করে সেটি আপনার কাছে আমাদের পণ্য ও সেবাসমূহ বিক্রি করতে সাহায্য করে।
অনুচ্ছেদ ১ - অনলাইন স্টোরের শর্তাবলী
উক্ত পরিষেবার শর্তাবলীতে সম্মত হয়ে আপনি আপনার রাজ্য বা প্রদেশে বসবাসরতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের বয়সী হিসেবে নিজের প্রতিনিধিত্ব করেন এবং আপনার অপ্রাপ্তবস্ক নির্ভরশীলদের এই সাইটটি ব্যবহারের অনুমতি দেন। কোনো বেআইনি বা অননুমোদিত উদ্দেশ্যে আপনি আমাদের পণ্য ব্যবহার করতে পারবেন না, কিংবা পরিষেবার আইনসংক্রান্ত ব্যত্যয় ঘটাতে আপনার কোনোরূপ এখতিয়ার নেই। কোনা ভাইরাস বা ধ্বংসাত্মক কোড ব্যবহারে আপনি অবশ্যই বিরত থাকবেন ।
উক্ত শর্তসমূহের কোনোরূপ লঙ্ঘনে আপনার পরিষেবাগুলো অবলিম্বে বন্ধ হয়ে যাবে।
অনুচ্ছেদ ২ - সাধারণ শর্তাবলী
যেকোনো সময় যেকোনো কারণে যে কারোর সেবা প্রত্যাখ্যানের অধিকার আমরা সংরক্ষণ করি। আপনার বিষয়বস্তুর (ক্রেডিট কার্ডের তথ্যসহ নয়) গোপনীয়তা নাও সংরক্ষিত হতে পারে, এবং (ক) বিভিন্ন নেটওয়ার্কের স্থানান্তর বিজড়িত করতে পারে, (খ) সংযোগ নেটওয়ার্ক বা ডিভাইসগুলোর প্রযুক্তিগত আবশ্যকতার সাথে তাল মিলাতে পরিবর্তন আসতে পারে। নেটওয়ার্কে স্থানান্তরের সময় ক্রেডিট কার্ডের তথ্য সর্বদা গোপন রাখা হয়। স্পষ্ট লিখিত অনুমতি ব্যতিরেকে আপনি আমাদের কোনো পরিষেবার কোনো অংশ পুনরুৎপাদন, অনুলিপি, বিক্রয় বা এর কোনোরূপ অন্যায় সুযোগ গ্রহণ থেকে বিরত থাকতে আপনি সম্মত।
এই চুক্তিতে ব্যবহৃত শিরোনামগুলো শুধুমাত্র সুবিধার জন্য এখানে অন্তর্ভুক্ত এবং এগুলো কোনো শর্তকে সীমিত বা প্রভাবিত করবে না।
অনুচ্ছেদ ৩ - তথ্যের যথার্থতা, পুর্নাঙ্গতা এবং সময়োপোযোগিতা
এই সাইটের তথ্য সংক্রান্ত কোনো ত্রুটি, অপূর্ণতা বা সময়-অপ্রাসঙ্গিকতার জন্য আমরা দায়ী নই। এই সাইটের উপাদানগুলোকে কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য সরবরাহ করা হয়েছে। সঠিক, সম্পূর্ণ এবং অধিকতর সময়োপযোগী তথ্যের উৎসসমূহ খতিয়ে না দেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব উপাদানকে সিদ্ধান্ত গ্রহণের একমাত্র ভিত্তি হিসেবে নির্ভর করা উচিত নয়। এই সাইটের কোনো উপাদানের ওপর নির্ভর করার ঝুঁকি নেওয়া নিতান্তই আপনার বিষয়।
কিছু ঐতিহাসিক তথ্য এই সাইটে থাকতে পারে। ঐতিহাসিক তথ্য স্বাভাবিকভাকেই সাম্প্রতিক নয় এবং এটি শুধু আপনার রেফারেন্সের জন্য প্রদত্ত। যে কোনো সময় এই সাইটের বিষয়বস্তু পরিবর্তনের অধিকার আমরা সংরক্ষণ করি। কিন্তু তথ্য হালনাগাদকরনের ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আমাদের সাইটে আনীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করা আপনার দায়িত্ব- এ ব্যাপারে আপনি সম্মত।
অনুচ্ছেদ ৪ - পরিষেবা ও মূল্যের পরিবর্তন
কোনোরূপ বিজ্ঞপ্তি ছাড়াই আমাদের পণ্যমূল্য পরিবর্তন সাপেক্ষ। আমরা যে কোনো সময় কোনো বিজ্ঞপ্তি ছাড়াই পরিষেবা (বা এর কোনো অংশ বা বিষয়বস্তু) সংশোধন বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করি। পরিষেবার কোনো পরিমার্জন, মূল্য পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার জন্য আমরা আপনার বা কোনো তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ থাকব না।
অনুচ্ছেদ ৫ - পণ্য বা পরিষেবা (যদি প্রযোজ্য হয়)
কিছু পণ্য বা পরিষেবা এই ওয়েবসাইটটির মাধ্যমে একচেটিয়াভাবে অনলাইনে পাওয়া যেতে পারে। এই পণ্য বা পরিষেবাগুলো সীমিত পরিমাণে থাকতে পারে এবং এগুলো আমাদের ফেরৎ নীতি অনুযায়ী ফেরৎ বা বিনিময় সাপেক্ষ।
আমরা বিপণিতে প্রদর্শিত পণ্যের রং ও চিত্র যতটা সম্ভব নির্ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কম্পিউটারের মনিটরের রং সঠিক হবে- এই মর্মে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না।
অধিকার সংরক্ষণ করলেও আমরা কোনো ব্যক্তি, অঞ্চল বা এখতিয়ারে আমাদের পণ্য বা পরিষেবার বিক্রয় সীমিত করতে বাধ্য নই। কেস টু কেস ভিত্তিতে আমরা এই অধিকার প্রয়োগ করতে পারি। আমরা প্রস্তাবিত যে কোনো পণ্য বা পরিষেবার পরিমান সীমিত করার অধিকার সংরক্ষণ করি। পণ্যের সমস্ত বিবরণ বা পণ্যের মূল্য আমাদের নিজস্ব বিবেচ্য বিষয়; বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনো সময় পরিবর্তন সাপেক্ষ। যে কোনো সময় যে কোনো পণ্য বন্ধ করার অধিকার আমরা সংরক্ষণ করি। এই সাইটে অফারকৃত কোনো পণ্য নিষিদ্ধ হলে তা অকার্যকরও।
আপনার কেনা বা প্রাপ্ত কোনো পণ্য, পরিষেবা, তথ্য বা অন্যান্য উপাদারেন গুণাগুণ আপনার প্রত্যাশা পূরণ করবে কিংবা প্রদত্ত পরিষেবার কোনো ত্রæটি সংশোধন করা হবে- এই মর্মে আমরা কোনো ওয়ারেন্টি দিই না।
অনুচ্ছেদ ৬ - বিলিং এবং একাউন্টের তথ্যের যথার্থতা
আমাদের কাছে দরখাস্তকৃত আপনার যে কোনো অর্ডার প্রত্যাখ্যানের অধিকার আমরা সংরক্ষণ করি। সম্পূর্ণ নিজস্ব বিবেচনায় আমরা ব্যক্তি, পরিবার বা অর্ডার প্রতি ক্রয়ের পরিমাণ সীমিত বা বাতিল করতে পারি। একই গ্রাহক একাউন্ট, একই ক্রেডিট কার্ড, একই বিলিং অথবা শিপিং ব্যবহার করে দাখিলকৃত অর্ডারগুলো এই বিধিনিষেধের অন্তর্ভুক্ত থাকতে পারে। অর্ডার পরিবর্তন বা বাতিল করার ক্ষেত্রে অর্ডার করার সময় আপনার প্রদত্ত ইমেইল, এবং অথবা বিলিং ঠিকানা কিংবা আপনার ফোন নম্বরে যোগাযোগ করে আপনাকে অবহিত করতে পারি। ডিলার, রিসেলার বা পরিবেশক কর্তৃক দাখিলকৃত অর্ডার আমরা নিজস্ব বিবেচনায় সীমিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করি। আমাদের বিপণিতে আপনার করা সকল কেনাকাটার বর্তমান, সম্পূর্ণ এবং সঠিক ক্রয় ও হিসাবের তথ্য সরবরাহে আপনি সম্মত। আপনি স্বতস্ফুর্তভাবে আপনার ইমেইল ঠিকানা এবং ক্রেডিট কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখসহ আপনার একাউন্ট এবং অন্যান্য তথ্য হালনাগাদ করতে রাজি থাকবেন যাতে আমরা আপনার লেনদেন সম্পূর্ণ ও প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারি।
বিস্তারিত জানতে দয়া করে আমাদের হিসাব নীতিমালা দেখুন।
অনুচ্ছেদ ৭ - ঐচ্ছিক হাতিয়ার
আমরা আপনাকে তৃতীয় পক্ষের যন্ত্রসমূহে এক্সেস সরবরাহ করতে পারি যার ওপর আমাদের নিয়ন্ত্রণ, নজরদারি বা কোনো ইনপুট নেই। আপনি মানেন যে আমরা কোনোরূপ ওয়ারেন্টি, প্রতিনিধিত্ব বা শর্ত এবং অনুমোদন ছাড়াই বিদ্যমান যন্ত্রগুলোতে প্রবেশাধিকার প্রদান করি। ঐচ্ছিক তৃতীয় পক্ষের যন্ত্রগুলো ব্যবহারে আপনার ক্ষেত্রে যাই ঘটুক না কেন, সেখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। সাইটে অফারকৃত ঐচ্ছিক কার্যসাধন পদ্ধতিগুলোর ব্যবহার সংক্রান্ত ঝুঁকিসমূহ একান্তই আপনার বিষয়, এবং এ ব্যাপারে আপনারই নিশ্চিত হওয়া উচিত যে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষ কর্তৃক সরবরাহকৃত কার্যসাধন পদ্ধতিগুলোর সাথে আপনি পরিচিত। নতুন কার্যসাধন পদ্ধতি এবং সংস্থান প্রকাশসহ ভবিষ্যতে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন পরিষেবা এবং বৈশিষ্টসমূহ প্রস্তাব করতে পারি। এ ধরনের নতুন বৈশিষ্ট্য এবং/ অথবা পরিষেবাগুলোও এই পরিষেবার শর্তাবলীর অধীন হবে।
অনুচ্ছেদ ৮ - তৃতীয় পক্ষের লিঙ্ক
আমাদের পরিষেবার নির্দিষ্ট কিছু পণ্য, বিষয়বস্তুসমূহে তৃতীয় পক্ষের কিছু সামগ্রী যুক্ত হতে পারে। এই সাইটে তৃতীয় পক্ষের লিংকগুলো আপনাকে তৃতীয় পক্ষের নির্দেশ করতে পাওে (যা আমাদের সাথে অনুমোদিত নয়)। বিষয়বস্তু, বা যথার্থতা পরীক্ষার জন্য আমরা দায়ী নই এবং আমরা তৃতীয় পক্ষের সামগ্রী বা ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের কোনো উপকরণ, পণ্য বা পরিষেবার জন্য কোনোরকম দায়বদ্ধ নই। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের সাথে লেনদেন করতে গিয়ে ক্রয় বা পণ্য পরিষেবা, সম্পদ বা বিষয়বস্তু সংক্রান্ত কোনো ক্ষয়ক্ষতির জন্য আমরা দায়ী নই। অনুগ্রহপূর্বক তৃতীয় পক্ষের নীতিমালাসমূহ সতর্কতার সাথে পর্যালোচনা করুন এবং নিশ্চিত হন যে কোনোরূপ লেনদেনে জড়িত হওয়ার আগে আপনি সেগুলো ভালো করে বুঝতে পেরেছেন। তৃতীয় পক্ষের পণ্য সম্পর্কিত অভিযোগ, দাবি বা প্রশ্ন তৃতীয় পক্ষের কাছেই দায়ের করা উচিত।
অনুচ্ছেদ ৯ - ব্যবহারকারীর মন্তব্য, প্রতিক্রিয়া এবং অন্যান্য জমা
যদি আমাদের অনুরোধ বা অনুরোধ ছাড়াই আপনি অনলাইন, ইমেইল বা ডাকযোগে নির্দিষ্ট কিছু জমা, সৃজনশীল ধারণা, পরামর্শ, প্রস্তাব, পরিকল্পনা বা অন্যান্য উপকরণ পাঠান, তবে আপনার প্রেরিত যে কোনো মন্তব্য সম্পাদনা, অনুলিপি, প্রকাশ, বিতরণ, অনুবাদ কিংবা অন্য কোনোভাবে ব্যবহারে আমাদের এখতিয়ার রয়েছে মর্মে আপনি স্বীকৃতি দান করেন। কোনো মন্তব্য (১) আস্থায় নিতে, (২) কোনো মন্তব্যের জন্য ক্ষতিপূরণ দিতে, (৩) অথবা কোনো মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে আমরা বাধ্য নই এবং বাধ্য থাকবোও না।
বাধ্যবাধকতা না থাকলেও যদি আমাদের কাছে সংশ্লিষ্ট বিষয়বস্তকে আপত্তিকর, মানহানিকর, পর্ণগ্রাফিক, অশ্লীল, বেআইনি, উস্কানিমূলক, হুমকিপূর্ণ বা কোনো পক্ষের মেধাস্বত্ব বা এই পরিষেবার পরিপন্থী মনে হলে আমরা তা পরিমার্জন, কিংবা অপসারণ করতে পারব।
আপনার মন্তব্য তৃতীয় পক্ষের কপিরাইট, ট্রেডমাকর্, গোপনীয়তা, ব্যক্তিগত কিংবা মালিকানা সংক্রান্ত কোনো অধিকার লঙ্ঘনের কারণ হবে না মর্মে আপনার সম্মতি রয়েছে। আপনার মন্তব্যে মানহানিকর, বেআইনি, আপত্তিকর বা অশ্লীল উপাদান থাকবে না বা কোনো কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা ওয়েবসাইটের ক্রিয়াকলাপ কোনোরূপ প্রভাবিত হবে না- এই মর্মে আপনি সম্মত। যে কোনো মন্তব্য এবং তার যথার্থতার প্রশ্নে আপনি পুরোপুরি দায়ী। আপনার বা তৃতীয় পক্ষের পোস্টকৃত মন্তব্যের জন্য আমরা দায়বদ্ধ নই।
অনুচ্ছেদ ১০ - ব্যক্তিগত তথ্য
বিপণীর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যের দাখিল আমাদের গোপনীয়তা নীতির আওতায় পরিচালিত।
আমাদের গোপনীয়তা নীতি দেখতে:-
অনুচ্ছেদ ১১ - ত্রæটি, ভুল এবং উপেক্ষা
মাঝে মাঝে আমাদের সাইট বা পরিষেবায় পরিবেশিত পণ্যের মূল্য, বিবরণ, অফার, পণ্যের শিপিং চার্জ, ট্রাঞ্জিট সময় এবং প্রাপ্যতা সংক্রান্ত তথ্যে মুদ্রনজনিত ত্রæটি, ভুল বা বিচ্যুতি ঘটতে পারে। কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই আমরা যে কোনো ত্রæটি বা ভুলের সংশোধন করার পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের পরিমার্জন বা হালনাগাদ করার এখতিয়ার রাখি (আপনার অর্ডার জমা দেওয়ার পরও)। আইনি বাধ্যবাধকতা ব্যতিরেকে মূল্য-তথ্যসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট বা পরিষেবায় প্রকাশিত কোনো তথ্যের হালনাগাদ, সংশোধন কিংবা বিশুদ্ধকরনের দায়িত্ব আমাদের নয়। পরিষেবায় বা সংশ্লিষ্ট ওয়েবসাইটে সংযুক্ত কোনো নির্দিষ্ট আপডেট বা নতুন তারিখের মাধ্যমে ওয়েবসাইটের সমস্ত তথ্য সংশোধন বা হালনাগাদ করা হয়েছে- তা বোঝানো উচিত।
অনুচ্ছেদ ১২ - নিষিদ্ধ ব্যবহার
পরিষেবার শর্তাবলীতে বর্ণিত অন্যান্য নিষেধাজ্ঞা ছাড়াও যেসব কারণে এই সাইট কিংবা এর বিষয়বস্তুসমূহ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো হলো:- (ক) কোনোরূপ বেআইনি উদ্দেশ্যে, (খ) অন্যদের কোনো রকম বেআইনি কাজ সম্পাদনে বা অংশগ্রহণে উদ্বুদ্ধ করা, (গ) কোনো আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রীয়, প্রাদেশিক বা রাষ্ট্রীয় বিধি, নিয়ম, আইন বা স্থানীয় অধ্যাদেশ লঙ্ঘন করা, (ঘ) আমাদের কিংবা অন্যদের মেধা-স্বত্ব অধিকার লঙ্ঘন করা, (ঙ) লিঙ্গ, লৈঙ্গিক অভিযোজন, ধর্ম, জাতিসত্ত¡া, বর্ণ, বয়স, জাতীয় উৎস কিংবা কোনোরূপ অক্ষমতার নিরিখে হয়রানি, অপমান, মানহানি, অপবাদ, ভীতি প্রদর্শন কিংবা বৈষম্যমূলক আচরণ করা, (চ) মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পেশ করা, (ছ) পরিষেবার কার্যকারিতা বা সংশ্লিষ্ট ওয়েবসাইটসহ অন্যান্য ওয়েবসাইটকে প্রভাবিত করতে পারে এমন ভাইরাসবাহী কিংবা অন্য কোনো ধরনের ক্ষতিকর কোড অন্তর্ভুক্ত বা প্রেরণ করা, (জ) অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চিহ্নিত করা, (ঝ) কোনো অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে স্প্যাম, অন্যের একাউন্ট জালিয়াত, অজুহাত, ঘর্ষন কিংবা স্ক্রল করা, (ঞ) পরিষেবা বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইন্টারনেটজনিত নিরাপত্তায় বাধাদান বা হস্তক্ষেপ করা। উল্লিখিত নিষিদ্ধ ব্যবহারের ব্যত্যয় ঘটানোর ফলে আমরা আপনার পরিষেবা এবং ওয়েবসাইটের ব্যবহার স্থগিতের অধিকার রাখি।
অনুচ্ছেদ ১৩ - ওয়্যারেন্টি অস্বীকার; দায়বদ্ধতা সীমিতকরণ
আপনার ব্যবহৃত আমাদের পরিষেবা নিরবচ্ছিন্ন, সময়োচিত এবং নিরাপদ বা ত্রæটিমুক্ত হবে- এ ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি না। পরিষেবার ব্যবহার থেকে প্রাপ্ত ফলাফলসমূহের যথার্থতা ও নির্ভরযোগ্যতা সংক্রান্ত কোনো নিশ্চয়তা আমরা দিই না। কখনো কখনো পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য পরিষেবাটি প্রত্যাহার কিংবা বাতিল করতে পারি- এই মর্মে আপনার সম্মতি রয়েছে। আপনার ব্যবহার বা ব্যবহারের অক্ষমতাজনিত ঝুঁকি একান্তই আপনার- এ ব্যাপারে আপনি নিঃসঙ্কোচে একমত। পরিষেবার মাধ্যমে আপনাকের সরবরাহকৃত সমস্ত পণ্য এবং পরিষেবাগুলো (আমাদের স্পষ্ট মন্তব্য ছাড়া) কোনোরূপ প্রতিনিধিত্ব, ওয়ারেন্টি বা শর্ত ছাড়া আপনাকে প্রকাশ্যে বা প্রচ্ছন্নভাবে যেমন দেওয়া হয়েছে সেভাবেই অক্ষত থাকবে। কোনো অবস্থাতেই ব্লুচিজ, এর পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, সহযোগী, এজেন্ট, ঠিকাদার, ইন্টার্ন, সরবরাহকারী, পরিষেবা প্রদানকারী কিংবা এর লাইসেন্সদাতাগণ কোনোরূপ আঘাত, ক্ষয়ক্ষতি, দাবি, সাজা, হারানো রাজস্ব কিংবা সঞ্চয় বা হারানো উপাত্তের প্রশ্নে (হোক তা চুক্তিভিত্তিক কিংবা নিপীড়ণ আইনে) দায়বদ্ধ নয়। কেননা কিছু পরিস্থিতি কিংবা আইন আনুষঙ্গিক ক্ষতির জন্য দায়মুক্তি বা সীমাবদ্ধতার অনুমতি দেয় না। এই জাতীয় পরিস্থিতি আমাদের দায় আইন দ্বারা সর্বাধিক পরিমাণে সীমাবদ্ধ থাকবে।
অনুচ্ছেদ ১৪ - ক্ষতিপূরণ
একটি নিরাপদ ব্লুচিজের জন্য ক্ষতিপূরণ দিতে, একে রক্ষা করতে সম্মত থাকার পাশাপাশি কোনোরূপ পরিষেবা- নীতিমালায় ব্যত্যয় ঘটানোর কারণে তৃতীয় পক্ষের আইনি হয়রানি থেকে এর সহায়ক সংস্থা, সহযোগী অংশীদার, কর্মকর্তা, কর্মচারী, পরিচালক, ঠিকাদার, লাইসেন্স কর্মকর্তা, পরিষেবা প্রদানকারী, সাবকন্ট্রাক্টরদের নিরাপত্তার বিষয়েও আপনার দায় স্বীকার করেন।
অনুচ্ছেদ ১৫ - কর্তনযোগ্যতা
যদি এ্ই পরিষেবার শর্তাবলীর কোনো বিধান অকার্যকর কিংবা অপ্রয়োগযোগ্য বলে নির্নীত হয় তবে সেই বিধান প্রাসঙ্গিক আইনের অধীনে সম্পূর্ণ প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে অপ্রয়োগযোগ্য অংশটিকে পরিষেবা থেকে বিচ্ছিন্ন বলে গণ্য করা হবে; এই ধরনের মিমাংসা অন্য কোনো অবৈধ বিধানের বৈধতা এবং প্রায়োগিক সক্ষমতাকে প্রভাবিত করবে না।
অনুচ্ছেদ ১৬ - অবসান
সমাপ্তির তারিখের পূর্বে থেকেই সংশ্লিষ্ট পক্ষসমূহ যেসব দায়ভারে ন্যুব্জ ছিল সেগুলো চুক্তির সমাপ্তির পরও বলবৎ থাকবে। আপনি এবং ব্লুচিজ কর্তৃক সমাপ্ত হওয়া না পর্যন্ত এই পরিষেবার শর্তাবলী কার্যকর থাকবে। আমাদের এই পরিষেবা আর গ্রহণ করতে চান না- এই মর্মে অবহিত করে যে কোনো সময় আপনি আমাদের পরিষেবার শর্তাদি বন্ধ করে দিতে পারেন।
যদি আমাদের বিবেচনায় মনে হয় আপনি ব্যর্থ কিংবা সন্দেহ হয় এই পরিষেবার কোনো শর্ত আপনি মেনে চলেননি, তবে আমরাও কোনো নোটিশ ছাড়াই এই চুক্তিটি বাতিল করে দিতে পারি এবং এর ফলে সমাপ্তির তারিখ অবধি সমস্ত বকেয়ার জন্য আপনি দায়বদ্ধ থাকবেন; এবং/ অথবা আপনি আর আমাদের পরিষেবায় ঢুকতে পারবেন না।
অনুচ্ছেদ ১৭ - সম্পূর্ণ চুক্তি
এই পরিষেবার শর্তাবলীর কোনো অধিকার বা বিধান প্রয়োগে আমাদের ব্যর্থতা এই ধরনের অধিকার বা বিধানের ওপর আমাদের দাবি পরিত্যাগে সহায়ক হবে না।
এই পরিষেবার শর্তাদি কিংবা উক্ত সাইটে পরিষেবা সংক্রান্ত পরিচালন নিয়মগুলো আপনার ও আমাদের মধ্যে বোঝাপড়া ও চুক্তিভিত্তিক; এই পরিষেবা পূর্বের বা সমসাময়িক প্রস্তাবগুলোকে রহিত করে। মৌখিক বা লিখিত- যে ভাবেই হোক এই পরিষেবার শর্তাবলী আমাদের মধ্যে সীমাবদ্ধ। এই পরিষেবার শর্তাবলীর ব্যাখ্যায় কোনো অস্পষ্টতা খসড়া দলের বিরুদ্ধে বোঝানো হবে না।
অনুচ্ছেদ ১৮ - নিয়ন্ত্রক আইন
এই পরিষেবার শর্তাবলী এবং যে কোনো পৃথক চুক্তি বাংলাদেশের আইন অনুসারে পরিচালিত হবে এবং সেই মোতাবেক বোঝানো হবে।
অনুচ্ছেদ ১৯ - পরিষেবা নীতিমালার পরিবর্তন
এই পৃষ্ঠায় যে কোনো সময় পরিষেবা শর্তাবলীর চলমান সংস্করনের পর্যালোচনা করতে পারেন আপনি।
আমরা আমাদের নিজস্ব বিবেচনায় ওয়েবসাইটে আপডেট এবং কোনোরূপ পরিবর্তন পোস্ট করে এই পরিষেবার শর্তাবলীর যে কোনো অংশ হালনাগাদ, পরিবর্তন বা প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে ওয়েবসাইট পরীক্ষা করা আপনার দায়িত্ব। পরিষেবার শর্তাবলীতে কোনো পরিবর্তন যুক্ত করার পর ব্লুচিজের ওয়েবাইটে আপনার অব্যাহত এ্যাক্সেস সেই পরিবর্তনগুলোর বৈধতা দেয়।